ঢাকা, রবিবার, ৭ বৈশাখ ১৪৩২, ২০ এপ্রিল ২০২৫, ২১ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কলেজছাত্রীর নগ্ন ছবি বানিয়ে পোস্ট, যুবক গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
কলেজছাত্রীর নগ্ন ছবি বানিয়ে পোস্ট, যুবক গ্রেপ্তার

রাজশাহী: কলেজছাত্রীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঘটনার মূলহোতা মনোয়ার হোসেন মুন্নাকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।  

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মুন্না পুঠিয়া উপজেলা ঝলমলিয়া বাজার এলাকার আশরাফ উদ্দীনের ছেলে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে র‌্যাব-৫ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গ্রেপ্তার যুবক মনোয়ার হোসেন মুন্না একজন সাইবার অপরাধী। তার নামে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

গত বছরের ১১ জুলাই দুপুরে রাজশাহীর বরেন্দ্র জাদুঘর মোড়ের একটি ছাত্রীনিবাসে অবস্থানের সময় মুন্না জিমেইল থেকে ভিকটিমের ব্যক্তিগত মেইলে তৈরি করা নগ্ন ছবি পাঠায় এবং তা ফাঁসের হুমকি দেয়।

এরপর বিভিন্ন নামে অসংখ্য জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে এডিট করা নগ্ন ছবিগুলো পাঠাতে থাকে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে ভিকটিমের পরিচিতদের কাছেও সেই ছবি পাঠিয়ে বিভিন্ন অপপ্রচার চালায়।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। পরে জড়িতকে চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য থানা পুলিশের পাশাপাশি র‌্যাবও মাঠে নামে। অবশেষে বুধবার বিকেলে র‌্যাব-৫ সদর দপ্তরের অধীনে থাকা সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল ঘটনার হোতা সাইবার অপরাধী মুন্নাকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার যুবককে বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, সাইবার অপরাধী মনোয়ার হোসেন মুন্নাকে পর্নোগ্রাফি মামলায় আজ দুপুরের মধ্যেই আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৫
এসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।