ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
মেঘনা আলমের ব্যাংক হিসাব তলব মেঘনা আলম।

ঢাকা: আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাব ও হিসাবের যাবতীয় তথ্য তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা (বিএফআইইউ)। গত রোববার (২০ এপ্রিল) সব বাণিজ্যিক ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে চিঠি দেয় বিএফআইইউ।

সোমবার (২১ এপ্রিল) এ তথ্য জানান বাণিজ্যিক ব্যাংকের একজন কর্মকর্তা।

বিএফআইইউয়ের ওই চিঠিতে বলা হয়েছে, মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

মেঘনা আলমকে গত ৯ এপ্রিল রাতে রাজধানীর একটি বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে গত ১৫ এপ্রিল মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের নামে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম। সেই মামলায় বলা হয়েছে, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা আসামিরা কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) অর্থ দাবি করেছেন। তবে মামলার এজাহারে ওই কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি।

এর আগে গত ৯ এপ্রিল গ্রেপ্তার হয়েছিলেন মেঘনা আলম। এবার তার ব্যাংক হিসাব তলব করলো বিএফআইইউ।  

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৫
জেডেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।