গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার বহেরারচালা এলাকায় বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে নীট হরাইজন গার্মেন্টসের শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে।
পুলিশ, এলাকাবাসী ও শ্রমিকরা জানায়, বহেরারচালা এলাকায় নিট হরাইজন গার্মেন্টসের কিছু শ্রমিক ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। পরে মঙ্গলবার ওই কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। এসময় কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা কর্মবিরতি শেষে বাসায় চলে যায়। বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে কারখানার গেটে তালা ও বন্ধের নোটিশ দেখতে পায়। পরে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে। পরে কারখানার শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে। করে তাদের দাবি দেওয়ার পূরণের আশ্বাস দিলে শ্রমিকরা বিক্ষোভ ও অবরোধ প্রত্যাহার করে নেয়।
বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
আরএস/এমএম