ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁও পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর ভয়াবহ হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। ভয়াবহ এই ঘটনার পর ওই হামলার পরবর্তী দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ছবিতে দেখা যায়, মাটিতে নিথর রক্তাক্ত দেহ। তার বুকের ওপর বসে বিষণ্ন এক শিশু।
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত দৃশ্যটি পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনার নয়, বরং ২০২০ সালে কাশ্মীরের সোপোর শহরে বেসামরিক বাহিনীর গুলিতে নিহত এক ব্যক্তির ওপর তার নাতির বসে থাকার দৃশ্য।
অনুসন্ধানে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার ওয়েবসাইটে ২০২০ সালের ০২ জুলাই “Photo of toddler sitting on his grandfather’s body angers Kashmir” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে থাকা ছবির সঙ্গে আলোচিত দৃশ্যের মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০২০ সালের ০১ জুলাই সোপোর শহরের একটি মসজিদ থেকে বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায়, যার ফলে বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুকযুদ্ধে নিহত হন নাজির আহমেদ (৬৫)। তার লাশের ওপর তারই নাতির বসে থাকার দৃশ্য এটি।
ওই ঘটনার প্রেক্ষিতে একই তথ্যে সংবাদ প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এবং নিউজ ভাইবস অব ইন্ডিয়া।
অর্থাৎ, ২০২০ সালে কাশ্মীরে বেসামরিক বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির লাশের ওপর তার নাতির বসে থাকার দৃশ্যকে সাম্প্রতিক সময়ে কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৫
এসএএইচ