ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

শামসুল আলমের পদোন্নতি কার্যকরের দাবিতে স্মারকলিপি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৮, মে ৩, ২০২৫
শামসুল আলমের পদোন্নতি কার্যকরের দাবিতে স্মারকলিপি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে জুলাই-আগস্ট আন্দোলনের সংগ্রামীরা একটি স্মারকলিপি জমা দিয়েছেন।

সম্প্রতি তৌফিক শাহরিয়ারের নেতৃত্বে ১৩ শিক্ষার্থীর একটি দল বাংলাদেশ সচিবালয়ে গিয়ে অর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব ও মন্ত্রিপরিষদ সচিবের কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) নবম ব্যাচের প্রশাসন ক্যাডারের সিনিয়র কর্মকর্তা মো. শামসুল আলম গত ১৮ বছর ধরে অবহেলা ও বঞ্চনার শিকার হয়ে আসছেন। তিনি জুলাই-আগস্ট ছাত্র-গণআন্দোলনে আমাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তার প্রচার-প্রচারণা ও লেখালেখি এই গণআন্দোলনকে শক্তি জুগিয়েছে। এমনকি ‘৩৬ জুলাই’ থিমটিরও তিনি প্রবক্তা। তা সত্ত্বেও তিনি গত ৯ মাস ধরে অযথা বঞ্চনার শিকার হচ্ছেন, যা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

জানা যায়, শামসুল আলম ৫ আগস্টের পরে রাষ্ট্রপতির আদেশে পুনরায় চাকরিতে বহাল হন এবং ২০২২ সালেই তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দিয়ে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির অনুমোদন লাভ করেন। কিন্তু অদ্যাবধি তার পদোন্নতি কার্যকর না হওয়ায় কিছু প্রভাবশালী আমলার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে এবং সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।

স্মারকলিপিতে আন্দোলনকারীরা দাবি জানান, আমরা জুলাই-আগস্ট আন্দোলনের অংশগ্রহণকারী ও আহতরা, আমাদের সহযোদ্ধা শামসুল আলমকে ২৪ ঘণ্টার মধ্যে সিনিয়র সচিব পদে পদোন্নতি কার্যকর করে সম্মানজনক পদে পদায়নের দাবি জানাচ্ছি। একইসঙ্গে, তার দীর্ঘ ১৮ বছরের বঞ্চনার ক্ষতিপূরণস্বরূপ অতিরিক্ত ৫ বছর চাকরির মেয়াদ বাড়িয়ে দেশসেবার সুযোগ দেওয়া হোক। অন্যথায়, এই বৈষম্যের প্রতিবাদে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।  

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের কাছে স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন মুখ্যসচিব সিরাজউদ্দিন মিয়া, জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি, অর্থ সচিব খায়েরুজ্জামান চৌধুরী ও আইন সচিব আবদুল হাফিজ।

এসময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেনের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়। শিক্ষার্থীরা আমলাতন্ত্রের প্রমোশন ও পোস্টিংয়ে ‘নাক গলানোর’ অভিযোগ তুললে একপর্যায়ে তিনি সেখানে থাকা অবস্থান ত্যাগ করেন।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।