ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
রোববার (৪ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারা হলেন- ১। মিঠুন কুমার (৪৭) ২। জলিল রতন(৩৮) ৩। সাব্বির (২৩) ৪। লিটন (৩২) ৫। সোহেল মিঠু (৪২) ৬। ইমন (২১) ৭। এ্যালেক্স তুহিন (২১) ৮। ফয়সাল (২৫) ৯। সালাম (৩২) ১০। সোহান (৩৮) ১১। এনায়েত (৪৫) ১২। সাত্তার (৪৫) ১৩। সোহেল রানা (২৫) ১৪। নিলয়(১৭) ১৫। মেহেদী (১৬) ১৬। নুর ইসলাম (১৬) ১৭। সুমিদ(২০) ১৮। রাব্বি (২৩) ১৯। জাহিদ (২১) ২০। কাওসার (১৯) ২১। ইসমাইল (২৩) ২২। সামির(১৯) ২৩। সিজান(১৮) ২৪। রাব্বি (২০) ২৫। রেজাউল (৪২) ২৬। নুর আলম (৪৫) ২৭। আজগর আলী (৩৮) ২৮। তোফায়েল (৫০) ২৯। হাসিম(৪০) ও ৩০। আশরাফুল (৩০)।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে পেশাদার ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
এজেডএস/জেএইচ