ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীসহ ৩ জনের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৫ মে) দুদকের মহাপরিচালক মো আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে ২০ কোটি ৭ লাখ ৪১ হাজার ১২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এবং ২০টি ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৭৪২ কোটি ৭৩ লাখ ৮৪ হাজার ৬৮৬ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় ১টি মামলা করেছে কমিশন।
তিনি আরও জানান, রোকসানা হাসানের বিরুদ্ধে ১২ কোটি ১২ হাজার ২১৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় এবং ১১ টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৪৯ কোটি ৩২ লাখ ৫৫ হাজার ১১০ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) এবং দন্ডবিধির ১০৯ ধারায় পৃথক ১টি মামলা করা হয়েছে।
এছাড়া ইসমাইল হায়দার মল্লিক এক্সিকিউটিভ ডাইরেক্টর (বর্তমানে-চাকুরীচ্যুত), বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড ও ডাইরেক্টর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর বিরুদ্ধে ৩ কোটি ৭০ কোটি ১২ হাজার ৪৮১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় এবং ৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৩ কোটি ৩০ লাখ ২৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও (৩) ধারায় ১টি মামলা করা হয়।
এদিকে রুশমিলা রহমান (অহনা), বাবা-নাজমুল হাসান পাপন, রাফসান রহমান, রাকিন আল মাহমুদ, স্ট্র্যাটিজিক ব্রান্ড ম্যানেজার, এসবিএম, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড এবং সুনেহরা রহমান (তন্নি), বাবা- নাজমুল হাসান পাপন, স্বামী-রাকিন আল মাহমুদ, সুলতানা নিঝুমের অর্জিত সম্পদের উৎসগুলোর সঠিকতা বা যথার্থতা নিরুপনের নিমিত্ত বর্ণিত ৫ (পাঁচ) জনের নামে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী নোটিশ জারি করার সুপারিশ করা হয়।
এসএমএকে/জেএইচ