ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, মে ৫, ২০২৫
চলন্ত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে কলেজছাত্রীর মৃত্যু প্রতীকী ছবি।

ঢাকা: রাজধানীর আফতাবনগরে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।  

সোমবার (৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাদিয়া কিশোরগঞ্জের পৌর মহিলা কলেজের অনার্স দ্বিতীয়বর্ষের ছাত্রী।  

নিহতের ভাই তামজিদ নওশা জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার নিউটন এলাকায়। এক বছর আগে বিয়ে হয়েছে সাদিয়ার। স্বামী তৌকি তাহমিদের সঙ্গে রাজধানীর সবুজবাগের বাসাবো বউবাজার এলাকায় থাকতেন।  

তিনি জানান, সম্প্রতি অনলাইনে পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। আজ ভাই তামজিদের সঙ্গে আফতাবনগর পাসপোর্ট অফিসে গিয়েছিলেন ভেরিফিকেশনের জন্য। সেখানকার কাজ শেষে একটি অটোরিকশায় উঠেছিলেন। উদ্দেশ্য ছিল গুলশান কালাচাঁদপুরে বড় বোনের বাসায় যাওয়ার। পথে আফতাবনগর গেটের পাশে চলন্ত অটোরিকশার চাকায় পেঁচিয়ে যায় সাদিয়ার পরনের ওড়না। মুহূর্তেই গলায় ফাঁস লেগে যায়। পরে অটোরিকশা থামিয়ে দ্রুত তাকে স্থানীয় ফরাজি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্ত জন্য মর্গে রাখা হয়েছে।

এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।