সাতক্ষীরা: অনিয়ম ও দুর্নীতির তথ্য চাওয়ায় সাংবাদিককে দণ্ড দেওয়া সাতক্ষীরার তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেলকে অবশেষে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।
সোমবার (৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার উপসচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে রংপুর বিভাগে বদলি করা হয়।
২২ এপ্রিল দুপুরে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের নয় কোটি টাকার প্রকল্পের কাজে অনিয়ম-দুর্নীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সঙ্গে কথা-কাটিকাটি হয়। একপর্যায়ে সাংবাদিককে তথ্য জানার আপনি কে- এমন প্রশ্ন করলে তাদের মধ্যে হাতাহাতি হয়।
এ ঘটনায় উভয়পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেলকে জানালে তিনি ঘটনাস্থলে এসে সাংবাদিক টিপুকে ১৭৬ ধারায় ১০ দিনের জেল দেন এবং ২শ টাকা জরিমানা করেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সাতক্ষীরার সাংবাদিক সমাজ। একপর্যায়ে সাংবাদিকদের আন্দোলনের মুখে রোকনুজ্জামান টিপুকে জামিন দেওয়া হয়।
টিপুর মুক্তি মিললেও তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বহায় তবিয়তে থাকায় ক্ষোভ বিরাজ করছিল আন্দোলনকারীদের মধ্যে।