ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত বেড়ে ৫

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মে ৮, ২০২৫
দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নিহত বেড়ে ৫

ঢাকা: মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় মৃত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।  নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) আহত চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, এ চারজন হাসপাতালে আসার আগেই মারা গেছে।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর ফারুক সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

এদিকে হাইওয়ে হাসাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, মাওয়া নিমতলা এলাকায় একটি অ্যাম্বুলেন্সকে বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যায়। এ ঘটনায় আরও চারজন ঢামেক হাসপাতালে মারা গেছেন। তাদের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও বাস পুলিশ হেফাজতে রয়েছে।

এজেডএস/এএটি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।