ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

চলতি বছরের মধ্যে ফ্যামিলি ভিসা নিষ্পত্তি করবে ঢাকার ইতালি দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৫, মে ১৯, ২০২৫
চলতি বছরের মধ্যে ফ্যামিলি ভিসা নিষ্পত্তি করবে ঢাকার ইতালি দূতাবাস ফাইল ফটো

ঢাকা: ফ্যামিলি ভিসায় যারা ইতালি যাবেন তাদের অগ্রাধিকার দিচ্ছে দূতাবাস।

সোমবার (১৯ মে) ঢাকার ইতা‌লি দূতাবাস এক বার্তায় জা‌নি‌য়েছে, ভিসা অফিস পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নিয়মিত কাজ করছে।

২০২৫ সালের পারিবারিক ফাইলগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে সম্ভব হলে প্রক্রিয়াকরণ করা ভিসা অফিসের অগ্রাধিকার।

বার্তায় জানা‌নো হয়, কিছু আবেদনকারীর প্রশ্নের পরিপ্রেক্ষিতে ইতালি দূতাবাস জানাতে চায় যে, তাদের ভিসা অফিস পরিবার পুনর্মিলন ভিসা আবেদন প্রক্রিয়াকরণে নিয়মিত কাজ করছে। ২০২৫ সালের পারিবারিক ফাইলগুলো নির্ধারিত সময়সীমার মধ্যে সম্ভব হলে প্রক্রিয়াকরণ করা ভিসা অফিসের অগ্রাধিকার, যা প্রযোজ্য আইনের অধীনে সম্পন্ন হচ্ছে। একই সঙ্গে দূতাবাস ২০২৪ সালের ব্যাকলগ (পিছিয়ে থাকা আবেদন) দূরীকরণের জন্য ধারাবাহিক এবং বিষয়ভিত্তিক অগ্রাধিকার নীতিমালা অনুযায়ী কাজ করছে।

এর মধ্যে রয়েছে জরুরি কেসগুলোর প্রক্রিয়াকরণ, যেমন শিশুরা বা মানবিক পরিস্থিতির ক্ষেত্রে। কিছু আবেদন বিচারিক সিদ্ধান্ত এবং আইনি বিবেচনার কারণে অগ্রাধিকারভুক্ত হয়ে প্রক্রিয়া করা হচ্ছে।

বার্তায় আরও জানানো হয়, ইতালি দূতাবাস আবেদনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে যেন তারা ধৈর্য ধারণ করেন এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে তাদের ভিসা প্রক্রিয়া সংক্রান্ত আপডেটের জন্য অপেক্ষা করেন।

টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।