ঢাকা: গণতান্ত্রিক উত্তরণ, রোহিঙ্গা সংকট ও পরিবেশ রক্ষায় বাংলাদেশকে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছে নরওয়ে। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক স্টেট সেক্রেটারি স্টিনে রেনাতে হোহায়েম ২০-২১ মে বাংলাদেশ সফর করেন।
বুধবার (২১ মে) ঢাকার নরওয়ে দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরের প্রথম দিনে (২০ মে) স্টেট সেক্রেটারি স্টিনে রেনাতে হোহায়েম প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে স্টেট সেক্রেটারি হোহায়েম বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ ও ব্যবসা, মানবাধিকার, লিঙ্গ সমতা এবং নারীর অধিকারের বিষয়গুলো উঠে আসে।
এছাড়া ফিলিস্তিনে চলমান মানবিক সংকট এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়েও মতবিনিময় হয়।
এর আগে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ এবং সবুজ রূপান্তরে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
স্টেট সেক্রেটারি বলেন, বাংলাদেশে বিনিয়োগকারী নরওয়েজিয়ান কোম্পানিগুলো কার্বন নির্গমন কমাতে ধারাবাহিকভাবে কাজ করছে। একটি সুসংগঠিত গ্রিন ট্রানজিশন পরিকল্পনা এবং জাতীয় গ্রিডে নবায়নযোগ্য জ্বালানির সহজ প্রবেশাধিকার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
প্লাস্টিক দূষণ হ্রাস এবং তরুণ প্রজন্মকে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর প্রভাব সম্পর্কে সচেতন করার প্রয়োজনীয়তার বিষয়েও আলোচনা হয়।
স্টেট সেক্রেটারি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের একটি যুব নেতৃত্বাধীন প্রকল্প পরিদর্শন করেন। সেখানে তিনি প্রকল্পের তরুণ সদস্যদের সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, যুব আয়ের উদ্যোগ এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ক কার্যক্রম নিয়ে সরাসরি কথা বলেন।
সফরের দ্বিতীয় দিনে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে তিনি জাতিসংঘসহ দেশি-বিদেশি সংস্থার পরিচালিত বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।
তিনি ১০ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
নরওয়ে রোহিঙ্গা সংকট, মিয়ানমারের রাখাইন রাজ্যের জাতিগত উত্তেজনা এবং সামগ্রিক মানবিক পরিস্থিতির উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন হোহায়েম।
টিআর/এসআইএস