ঢাকা: রাজধানীর ভাটারা থানা এলাকার একটি জুয়েলার্সে স্বর্ণ বন্ধকের নামে সিটি গোল্ডের চেইন দিয়ে এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই নারীর বিরুদ্ধে।
গত শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে রাজধানীর ভাটারা থানা এলাকার ছোলমাইদ ছাপরা মসজিদ সংলগ্ন এলাকায় বিসমিল্লাহ জুয়েলার্সে এই ঘটনা ঘটে।
পরে সোমবার (১৪ জুলাই) রাজধানীর ভাটারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বর্ণ ব্যবসায়ী মো. মফিজুর রহমান (৩৯)।
জিডিতে ভুক্তভোগী মফিজুর রহমান বলেন, ১১ জুলাই বেলা ১১টার দিকে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান বিসমিল্লাহ জুয়েলার্সেরস্বর্ণ বন্ধক রাখতে আসেন দুই নারী। তারা দুজন এক ভরি দুই আনা আট পয়েন্ট স্বর্ণ নিয়ে আসেন বন্ধক রাখার জন্য। পরে আমাকে তারা প্রথমে আসল স্বর্ণ দেখান। কৌশলে তারা স্বর্ণ পাল্টে ফেলে সিটি গোল্ডের চেইন প্যাকেটিং করে দিয়ে যান এবং আমার কাছ থেকে বন্ধক বাবদ নগদ এক লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়। প্রতারক চক্রের এই কৌশল পরে বুঝতে পারি।
ভাটারা থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বাংলানিউজকে বলেন, এই ঘটনার দায়িত্বরত এসআই কাজ করছেন, তদন্ত চলছে।
জিডির তদন্ত কর্মকর্তা এসআই বোরহান উদ্দিন বলেন, ভুক্তভোগী মফিজুর রহমান দুই নারী প্রতারকের ভোটার আইডি কার্ডের কোনো নথি রাখেননি। শুধু মোবাইল নম্বর রেখে সরল বিশ্বাসের টাকা দিয়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, প্রতারকদের মোবাইল নম্বর ট্র্যাকিংয়ে দেওয়া হয়েছে। ট্র্যাকিং রিপোর্ট এলে জানা যাবে তারা কোথায় আছে। এই ঘটনায় আমাদের তদন্ত চলছে।
এমএমআই/এইচএ/