ঢাকা: রাজধানীর মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে গেলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
রোববার (২০ জুলাই) মিরপুর স্টেডিয়ামে তিনি এ ম্যাচ দেখতে যান।
ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজে পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে খেলা দেখছেন। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য শুভ কামনা জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন।
প্রসঙ্গত, রোববার (২০ জুলাই) মিরপুরে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শুরু হয়েছে। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
টিআর/আরআইএস