ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

জুলাইগাথা

না.গঞ্জে বিএনপির সঙ্গে মিলে আন্দোলন করেছে জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪০, জুলাই ২০, ২০২৫
না.গঞ্জে বিএনপির সঙ্গে মিলে আন্দোলন করেছে জামায়াত নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার

২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে বিএনপির সঙ্গে একসাথে রাজপথে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দলটির এক নেতার ভাষ্য, এই আন্দোলন কোনো একক দলের ছিল না— বরং ছিল জনরোষের বহিঃপ্রকাশ।

ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে জামায়াত নেতাকর্মীরাও, যাদের অনেকে সে সময় গ্রেপ্তার হন।

নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, নারায়ণগঞ্জের কারাগারে সেসময় তিল ধারণের জায়গা ছিল না। নির্বিচারে গ্রেপ্তার চালানো হয়েছিল। ঢাকার আন্দোলনের সূতিকাগার ছিল নারায়ণগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেক সমন্বয়ক আমাদের আশ্রয়ে ছিল। তাদের সিকিউরিটি নিশ্চিত করেছি আমরা।

তিনি বলেন, আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, সাইনবোর্ড থেকে শুরু করে চাষাঢ়া পর্যন্ত আন্দোলন বিস্তৃত ছিল। প্রথমদিকে আমরা অল্প লোক নিয়ে মাঠে নামলেও পুরোটা সময় আমরা মাঠে ছিলাম। অনেক জায়গায় বিএনপির সঙ্গে আমরা আন্দোলন করেছি। আমাদের অনেক কর্মী গ্রেপ্তার হয়েছে, বিএনপিরও অনেকে গ্রেপ্তার হয়েছে।

মাওলানা জব্বার আরও বলেন, ১৯ জুলাইয়ের পর এটা আর বিএনপি বা জামায়াতের আন্দোলন ছিল না। এটা হয়ে ওঠে জনগণের আন্দোলন। যারাই ডেকেছে— সেই ডাকেই সাধারণ মানুষ সাড়া দিয়েছে। এটাই ছিল বাস্তবতা।

তিনি এও বলেন, আমরা ক্রেডিটের রাজনীতি করি না। শহীদের তালিকা করে নিজেদের কৃতিত্ব দেখানো আমাদের অভ্যাস নয়। বাংলাদেশের সব শহীদই আমাদের শহীদ। আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম, আছি, এবং সামর্থ্য অনুযায়ী পাশে থাকবো।

এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।