২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে বিএনপির সঙ্গে একসাথে রাজপথে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। দলটির এক নেতার ভাষ্য, এই আন্দোলন কোনো একক দলের ছিল না— বরং ছিল জনরোষের বহিঃপ্রকাশ।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, নারায়ণগঞ্জের কারাগারে সেসময় তিল ধারণের জায়গা ছিল না। নির্বিচারে গ্রেপ্তার চালানো হয়েছিল। ঢাকার আন্দোলনের সূতিকাগার ছিল নারায়ণগঞ্জ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেক সমন্বয়ক আমাদের আশ্রয়ে ছিল। তাদের সিকিউরিটি নিশ্চিত করেছি আমরা।
তিনি বলেন, আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ, কাঁচপুর, সাইনবোর্ড থেকে শুরু করে চাষাঢ়া পর্যন্ত আন্দোলন বিস্তৃত ছিল। প্রথমদিকে আমরা অল্প লোক নিয়ে মাঠে নামলেও পুরোটা সময় আমরা মাঠে ছিলাম। অনেক জায়গায় বিএনপির সঙ্গে আমরা আন্দোলন করেছি। আমাদের অনেক কর্মী গ্রেপ্তার হয়েছে, বিএনপিরও অনেকে গ্রেপ্তার হয়েছে।
মাওলানা জব্বার আরও বলেন, ১৯ জুলাইয়ের পর এটা আর বিএনপি বা জামায়াতের আন্দোলন ছিল না। এটা হয়ে ওঠে জনগণের আন্দোলন। যারাই ডেকেছে— সেই ডাকেই সাধারণ মানুষ সাড়া দিয়েছে। এটাই ছিল বাস্তবতা।
তিনি এও বলেন, আমরা ক্রেডিটের রাজনীতি করি না। শহীদের তালিকা করে নিজেদের কৃতিত্ব দেখানো আমাদের অভ্যাস নয়। বাংলাদেশের সব শহীদই আমাদের শহীদ। আমরা শহীদ পরিবারের পাশে ছিলাম, আছি, এবং সামর্থ্য অনুযায়ী পাশে থাকবো।
এমআরপি/এমজে