ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ও এতে হতাহতের ঘটনায় সরকারের উপদেষ্টা, রাজনীতিবিদসহ বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে।
সোমবার (২১ জুলাই) আলাদা আলাদা বার্তায় তারা গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা করে স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ: প্রধান বিচারপতি
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ছাত্র-ছাত্রীসহ বহু হতাহতের ঘটনায় বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গভীর শোক প্রকাশ করেন।
তিনি দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একইসঙ্গে তিনি এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এক শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় বিমানসেনা ও প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।
প্রধান বিচারপতি ইতোমধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বার্ন ইউনিটে চিকিৎসারত আহতদের খোঁজ খবর নেওয়ার এবং প্রয়োজনীয় সহযোগিতার জন্য নির্দেশনা দিয়েছেন।
শোক জানিয়ে বার্তা দেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
শোক বার্তায় এ ধরনের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার বার্তায় শোক জানানোর পাশাপাশি আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ছাত্রশিবিরের শোক, খোলা হয়েছে হেল্পলাইন
প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মো. নূরুল ইসলাম সাদ্দাম এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে নেতাদ্বয় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানা। একই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
তারা বলেন, আকস্মিক এই দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে রক্ত ও জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন। তাই আমরা মানবিক দায়িত্ববোধ থেকে ছাত্রশিবিরের সকল জনশক্তি ও দেশবাসীর দোয়ার পাশাপাশি আহতদের সহায়তায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে গিয়ে রক্তদান ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছি। ’
ছাত্রশিবিরের হেল্পলাইন: উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য জরুরি রক্তের প্রয়োজন। ডোনারদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরিভিত্তিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
হেল্পলাইন-মিকদাদ :০১৮৯৪৩২৮৭৭৫, আরাবী: ০১৫৪০০৫৬৬৯৭
এছাড়াও শিশু কিশোরদের অধিকার বিষয়ক সংগঠন কচি কণ্ঠের আসরের পক্ষ থেকে উওরা মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিশু-কিশোরসহ অন্যান্যদের প্রতি গভীর শোক ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে বিজ্ঞপ্তি পাঠানো হয়ছে।
এমআইএইচ/ইএস/এসএমএকে/জিসিজি/টিএ/এমএমআই/এইচএ/