ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন বিমান দুর্ঘটনায় নিহত পাইলট সাগর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, জুলাই ২২, ২০২৫
রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হবেন বিমান দুর্ঘটনায় নিহত পাইলট সাগর ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মরদেহ চিরনিদ্রায় শায়িত হবেন রাজশাহীতে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে নগরীর সপুরা গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন তার চাচা মতিউর রহমান।

তিনি জানান, ঢাকা সেনানিবাসে তৌকির ইসলামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে। এরপর হেলিকপ্টারে তার মরদেহ রাজশাহীতে নেওয়া হবে। বিকেলে রাজশাহীর স্টেডিয়ামে জানাজা শেষে তাকে নগরের সপুরা কবরস্থানে দাফন করা হবে।

তৌকির ইসলামের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজশাহী শহরে। সকাল থেকেই নগরীর সপুরা এলাকায় তার ভাড়া বাসায় ভিড় জমাতে শুরু করেছেন স্বজন, বন্ধু, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীরা।

তৌকিরের বন্ধু-বান্ধবসহ পরিচিতরা তার রুহের আত্মার মাগফিরাত কামনা করেছেন। জেলা প্রশাসন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন দোয়ার আয়োজন করেছে।

গতকাল সোমবার রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলট তৌকির ইসলাম সাগরসহ এ পর্যন্ত ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

এনডি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।