ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

জাতীয়

‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা ডিসি বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, জুলাই ২৩, ২০২৫
‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না স্যার’ বলা ডিসি বরখাস্ত আসাদুজ্জামান খান কামালকে গুলি করে বিক্ষোভকারী হত্যার বর্ণনা দিচ্ছিলেন ইকবাল হোসাইনসহ অন্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা: সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইনকে। জুলাই অভ্যুত্থান দমনে পুলিশের ভূমিকা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরার একটি মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচিত হন ইকবাল।

যেখানে তাকে বলতে শোনা যায়, ‘গুলি করলে মরে একটা, বাকিডি যায় না স্যার’।

বুধবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ইকবালকে বরখাস্তের এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওয়ারী বিভাগের প্রাক্তন উপ-পুলিশ কমিশনার বর্তমানে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মোহাম্মদ ইকবাল হোসাইন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গত বছরের ২৮ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী পলায়নের শামিল এবং বিধি অনুসারে শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় যেদিন থেকে অনুপস্থিত, সেই তারিখ হতে মোহাম্মদ ইকবাল হোসাইনকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি খোরপোষ ভাতা পাবেন।

ফ্যাসিবাদবিরোধী জুলাই অভ্যুত্থান চলাকালে পুলিশ যখন ছাত্র-জনতার বুকে গুলি চালাচ্ছিল, তখন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে এ বিষয়ে তথ্য দিচ্ছিলেন ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।

৪৩ সেকেন্ডের সেই ভিডিওতে ইকবালকে বলতে শোনা যায়, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করে, মরে একটা, আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।

জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।