ঢাকা, সোমবার, ১৬ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নিখোঁজ মেয়ের খোঁজে স্কুলে মা, নিয়ে গেলেন পোড়া ব্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৭, জুলাই ২৪, ২০২৫
নিখোঁজ মেয়ের খোঁজে স্কুলে মা, নিয়ে গেলেন পোড়া ব্যাগ নিখোঁজ মেয়ের খোঁজে স্কুলে মা।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চারদিনও খোঁজ মেলেনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মরিয়ম উম্মে আফিয়ার। নিখোঁজ মেয়ের খোঁজে তাই স্কুলে ছুটে এসেছেন শোকাহত মা।

তবে তাকে ফিরতে হলো প্রিয় সন্তানের পোড়া স্কুল ব্যাগ হাতে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্বজনদের সঙ্গে পৌঁছান আফিয়ার মা তামিমা উম্মে। সোয়া এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে তিনি কান্না করতে করতে বের হয়ে আসেন। এ সময় স্বজনদের হাতে দেখা যায় আফিয়ার পোড়া স্কুল ব্যাগ।

আফিয়ার মামা সাব্বির জানান, ভাগ্নির শোকে তার বোন পাগল প্রায়। তিনি খুবই অসুস্থ, কথা বলার মতো অবস্থায় নেই। তাদের বাড়ি তুরাগের চণ্ডালভোগে।

এদিকে বিমান দুর্ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে একটি হেল্প ডেস্ক খুলেছে কর্তৃপক্ষ। সেখানেই নিখোঁজ সন্তানের তথ্য দিতে আসেন আফিয়ার মা।

গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।

এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।