ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

মোহাম্মদপুরে হত্যাচেষ্টা: পাটালি গ্রুপের আরও ৪ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৮, জুলাই ৩১, ২০২৫
মোহাম্মদপুরে হত্যাচেষ্টা: পাটালি গ্রুপের আরও ৪ সদস্য গ্রেপ্তার পাটালি গ্রুপের গ্রেপ্তার ৪ সদস্য

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় একই পরিবারের সাত সদস্যকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় কিশোর গ্যাং ‘পাটালি গ্রুপ’-এর আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- মো. ফরহাদ (২৩), মো. হাসান ওরফে ‘পাটালি হাসান’ (২২), মো. আলমগীর ওরফে ‘ফর্মা আলমগীর’ (৩৭) ও মো. রফিক (২৩)।

এ সময় তাদের কাছ থেকে হামলায় ব্যবহৃত চারটি চাপাতি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৪ মে রাত দেড়টার দিকে জাফরাবাদ এলাকায় আনোয়ার হোসেনের বাড়ির সামনে পাটালি হাসানের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র ও চাপাতি দিয়ে চালানো ওই হামলায় আনোয়ারসহ তার পরিবারের সাত সদস্য গুরুতর আহত হন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। পরে মোহাম্মদপুর থানায় এ ঘটনায় হত্যাচেষ্টার মামলা হয়।

তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জিগাতলায় অভিযান চালিয়ে প্রথমে ফরহাদকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় অভিযান চালিয়ে সকাল ৬টার দিকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পলাতক অন্যান্য গ্যাং সদস্যদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ