ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ শিক্ষকদের

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৩, আগস্ট ১৩, ২০২৫
প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ শিক্ষকদের প্রেস ক্লাবের সামনের সড়ক অবরোধ শিক্ষকদের

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

বুধবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয় ও জাতীয় প্রেস ক্লাব এলাকায় এ পরিস্থিতি দেখা যায়।

 

বেলা সাড়ে ১০টার দিকে প্রেস ক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা মহাসমাবেশ শুরু করেন।  

সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তারা। কর্মসূচিতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় এক হাজার শিক্ষক উপস্থিত হয়েছেন।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমাদের দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না। আমরা জাতীয়করণের দাবিই পূরণ করতে চাই।

আন্দোলনরত শিক্ষকেরা নানা স্লোগান দিচ্ছেন। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, এক দফা এক দাবি—জাতীয়করণ। শিক্ষকদের একটাই দাবি—জাতীয়করণ, জাতীয়করণ।  

এক দেশে দুই নীতি মানি না, মানবো না। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই। আশ্বাস না আন্দোলন? আন্দোলন, আন্দোলন — বলে স্লোগান দিচ্ছেন  তারা।

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।