ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

জাতীয়

কেরানীগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, আগস্ট ১৯, ২০২৫
কেরানীগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় কারাগারে থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। তার নাম শ্রী কিরণ ওরফে কিরণ পরিতোষ চন্দ্র (৫০)।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কিরণকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, মৃত কিরণের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তার বাবার নাম যোগেন্দ্র চন্দ্র সূত্রধর। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় তিনি আসামি হয়ে কারাবন্দি ছিলেন।

এজেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।