ঢাকা, বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩২, ২১ আগস্ট ২০২৫, ২৬ সফর ১৪৪৭

জাতীয়

জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের হোতা রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, আগস্ট ২০, ২০২৫
জনশক্তি রপ্তানি সিন্ডিকেটের হোতা রুহুল আমিনের ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক গড়ে তোলা প্রতিষ্ঠান ক্যাথারসিস। ইনসেটে রুহুল আমিন

ঢাকা: মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেট প্রধান রুহুল আমিন (স্বপন) ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে সিআইডি।  

বুধবার (২০ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান এ তথ্য গণমাধ্যমকে জানান।

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির উদ্দেশ্যে সিন্ডিকেট করে ৮ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বাড়ি ও জমি কিনে অঢেল সম্পদের মালিক হয়েছেন এই সিন্ডিকেটের প্রধান রুহুল আমিন (স্বপন)। একইসঙ্গে তিনি মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন।

রুহুল আমিনের জনশক্তি রপ্তানির প্রতিষ্ঠান ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামীয় ঢাকার ভাটারা এলাকা, বনানী ও উত্তরা এলাকার ৭টি দলিলের সর্বমোট জমির পরিমাণ- ২৩১ কাঠা, যার দলিল মূল্য ১৫ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার টাকা। উক্ত জমির ওপর ক্যাথারসিস ইন্টারন্যাশনাল নামীয় প্রতিষ্ঠান ও বিভিন্ন অবকাঠামোসহ সর্বমোট ৫০০ কোটি টাকার স্থাবর সম্পত্তি ক্রোক করা হয়েছে।  

ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডি, ঢাকার অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, ঢাকা মহানগর দায়রা জজ আদালত, ঢাকা উক্ত সম্পত্তির ওপর ক্রোকাদেশ প্রদান করেন।

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের মূল হোতা রুহুল আমিন (স্বপন) সহ সিন্ডিকেটের অপরাপর সদস্যদের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান চলমান রয়েছে। এতদ সংক্রান্তে মানিলন্ডারিং আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

এজেডএস/এনডি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।