ঢাকা, শুক্রবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সন্ধ্যায় ফিরছে নেপালে আটকে পড়া বাংলাদেশিদের একটি দল 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, সেপ্টেম্বর ১১, ২০২৫
সন্ধ্যায় ফিরছে নেপালে আটকে পড়া বাংলাদেশিদের একটি দল  ফাইল ছবি

নেপালে আটকে পড়া বাংলাদেশিদের একটি দল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় ফিরছে।  

কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে যাত্রীদের ৯ ও ১০ সেপ্টেম্বর কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার কথা ছিল, অতিরিক্ত ফ্লাইট বিজি৩৭৪ ব্যবহার করতে পারবেন।

ফ্লাইটটি ১১ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে (কাঠমান্ডু সময়) ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়বে। যাত্রীদের দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

নেপালে তরুণদের আন্দোলন ও সরকার পতনের জেরে ব্যাহত হয় ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চলাচল। এতে অনেক বাংলাদেশি দেশটিতে আটকে পড়েন।

টিআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।