ঢাকা: বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ভারতীয় হাইকমিশন।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে ২০২৫ সালের আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের পথে রওনা হওয়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সম্মানে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ইন্ডিয়া হাউসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার স্ত্রী মনু ভার্মা।
ভারতীয় হাইকমিশনার স্বাগত বক্তব্যে উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক গভীর ও স্থায়ী বন্ধন রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে অভিন্ন ভূগোল, ইতিহাস, ভাষা, সংস্কৃতি ইত্যাদি। আরেকটি বন্ধন, যা তাদের একসঙ্গে সংযুক্ত করে, তা হলো ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসা। হাইকমিশনার উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের নারী ক্রিকেট দল বছরের পর বছর ধরে এক চিত্তাকর্ষক রূপান্তরের মধ্য দিয়ে গেছে এবং প্রগাঢ় আবেগের সঙ্গে প্রতিযোগিতা করছে ও উচ্চমানের ক্রিকেট খেলছে। তারা তাঁর দুই দেশকে গর্বিত করেছে।
হাইকমিশনার নারী ক্রিকেট দলটিকে নারীর ক্ষমতায়নের ও যুবশক্তিরও প্রকৃত প্রতীক হিসেবে অভিহিত করেন এবং আরও বলেন, আমরা গর্বের সঙ্গে তাদের পাশে আছি। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল দেশের প্রত্যেক মেয়েশিশুকে তাদের স্বপ্ন ও আবেগকে অনুসরণ করতে এবং তাদের পছন্দের যেকোনো ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করতে তাদের পদাঙ্ক অনুসরণ করতে অনুপ্রাণিত করবে। তিনি নারী ক্রিকেট দলের জন্য সামনে একটি দুর্দান্ত টুর্নামেন্ট ও সর্বাত্মক সাফল্য কামনা করেন।
তিনি বাংলাদেশ নারী ক্রিকেটের জন্য আরও মহিমা ও নতুন উচ্চতা কামনা করেন।
এ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন ও সাথিরা জাকির জেসি উপস্থিত ছিলেন, যিনি আইসিসি বিশ্বকাপের কোনো ম্যাচে বাংলাদেশের পক্ষ থেকে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০২৫ সালের আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপ, এ টুর্নামেন্টটির ১৩তম সংস্করণ, যা ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর, ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজিত হবে।
টি আর/এসআই