ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৭, সেপ্টেম্বর ২৩, ২০২৫
জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা।

অধিবেশনের আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রী মারিও লুবেটকিন, চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট (যিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন) এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা বৈঠক করেন।

সফরসূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালকের সঙ্গে বৈঠক করবেন। এরপর সকাল ১১টায় তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।

সকাল ১১টা থেকে সাড়ে ১১টায় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ও নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা।
 
দুপুর ১২টা ৩০ মিনিটে অধ্যাপক ইউনূস ‘ফ্যাশন ফর ডেভেলপমেন্ট (এফফরডি): ১৩তম বার্ষিক অফিসিয়াল ফার্স্ট লেডিস লাঞ্চন’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন।

বিকেল ২টা ৪৫ মিনিটে তিনি নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সামাজিক উদ্ভাবনে সরকারি ও বেসরকারি খাতের নেতাদের বৈঠক: সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন সক্রিয়করণ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।

সন্ধ্যা ৭টায় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন।

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান।

এমইউএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।