গাজীপুর টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুন নির্বাপনের সময় দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদা মারা গেছেন।
এর আগে একই ঘটনায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মারা যায় ফাইয়ার ফাইটার শামীম আহমেদ।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম নুরুল হুদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ফায়ার ফাইটার নুরুল হুদাম মারা যায়। আগুনে তার শরীর শতভাগ পুড়ে যায়। মঙ্গলবার একই ঘটনায় দগ্ধ হয়ে অপর ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যায়।
নুরুল হুদা টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৭ সালে ফায়ার সার্ভিসে যোগদান করেন। ময়মনসিংহের গফরগাঁওয়ে তার জন্মস্থান। তার বাবার নাম আব্দুল মনসুর। ফায়ার ফাইটার নুরুল হুদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়েটি পঞ্চম শ্রেণিতে পড়ে ও ছেলের বয়স তিন বছর। নুরুল হুদার স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা।
২২ সেপ্টেম্বর গাজীপুর টঙ্গী সাহারা মার্কেট কেমিক্যাল কারখানার আগুন নির্বাপনের সময় দগ্ধ হয় ফায়ার ফাইটার নুরুল হুদা। এ ঘটনায় অপর ফায়ার কর্মকর্তা জান্নাতুল নাঈম বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এ নিয়ে এ ঘটনায় আহত ৪ জনের মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন। দগ্ধ জয় চিকিৎসা নিয়ে চলে গেছেন।
আরও পড়ুন>>
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
নিহত ফায়ার ফাইটার শামীমের জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা
ফায়ার ফাইটারদের নীরব ত্যাগ: ৫৪ বছরে ঝরেছে ৪৮ জনের প্রাণ
আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম মারা গেছেন
টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে ফায়ারের সদস্যসহ চারজন আশঙ্কাজনক
টঙ্গীর কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে, আহত ৪
এজেডএস/এএটি