ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

৪১ কোটি টাকা ঘুষ: সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ৮ জনের নামে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৮, সেপ্টেম্বর ২৮, ২০২৫
৪১ কোটি টাকা ঘুষ: সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ৮ জনের নামে মামলা সাইফুজ্জামান চৌধুরী

ক্ষমতার অপব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে ৪১ কোটি ৭৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান বুকর্মীলা জামানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. রুবেল হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

দুদক সূত্রে জানা গেছে, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গের পথ অবলম্বন করেন। অভিযোগ রয়েছে, তারা ইউসিবিএল মহাখালী শাখা, ঢাকার গ্রাহক ও ব্যবসায়ী সাইফ পাওয়ারটেক লিমিটেড ও ই-ইঞ্জিনিয়ারিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিনকে ভয়ভীতি ও চাপ সৃষ্টি করে ৪১ কোটি ৭৫ লাখ টাকা উৎকোচ/ঘুষ হিসেবে গ্রহণ করেন।

পরবর্তীতে এই অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে বিদেশে পাচার এবং মানিলন্ডারিং করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এতে দণ্ডবিধি ১৮৬০-এর ১৬২/৪০৯/৪২০/১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২)(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধের কথা বলা হয়েছে।

এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।