রাজধানীর মিরপুর রূপনগর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় লাগা আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে।
সদস্য হিসেবে আছেন- বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. ইয়াছির আরাফাত খান, ফায়ার সার্ভিসের (ঢাকা জোন-২) উপসহকারী পরিচালক অতীশ চাকমা, ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের (মিরপুর) পিও কাম অ্যাডজুটেন্ট মো. সাইদুল আলম চৌধুরী, ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (ঢাকা-২৩) সোহরাব হোসেন ও সিনিয়র স্টেশন অফিসার (মোহাম্মদপুর) মো. ফসির উদ্দিন। কমিটির সদস্য সচিব হিসেবে আছেন ফায়ার সার্ভিসের (ঢাকা বিভাগ) উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মিরপুরে কেমিকাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি অগ্নিকাণ্ডের সূত্রপাতসহ নানা রকম সবকিছুই তদন্ত করে বের করার চেষ্টা করবে।
এজেডএস/জেএইচ