ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার কসবায় আসছেন ভারতীয় হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪
মঙ্গলবার কসবায় আসছেন ভারতীয় হাইকমিশনার ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ

ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসছেন।

তিনি ওই উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামে বিশ্ব বরণ্যে সাধক শ্রী শ্রী মা আনন্দময়ীর পবিত্র জন্মস্থান, আশ্রম এবং আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করবেন।



একইসঙ্গে পঙ্কজ শরণ ভারতীয় হাইকমিশনের অর্থায়নে নির্মিত স্থানীয় আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করবেন এবং ওই বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।

খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নারায়ণ সাহা মনি বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।