রংপুর: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের সাক্ষীরা। একই সঙ্গে তারা তাদের নিরাপত্তাহীনতার কথাও প্রকাশ করেছেন।
এ মামলার রাষ্ট্রপক্ষের অন্যতম সাক্ষী ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আলহাজ মজিবর রহমান মাস্টার বাংলানিউজকে বলেন, আজাহারের ফাঁসির রায়ে আমি অনেক খুশি হয়েছি। তবে, রায়টা যেন দ্রুত কার্যকর করা হয়।
তিনি বলেন, আমি আজাহারের মামলার সাক্ষী হওয়ার পর তিনবার আমার ওপর জামায়াত-শিবির হামলা চালায়। আল্লাহ্ সহায় প্রতিবারেই আমি বেঁচে যাই। তার ওপর আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মামলার আরেক সাক্ষী অধ্যাপক মেছের উদ্দীন বাংলানিউজকে বলেন, আমাদের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই সরকারের কাছে দাবি জানাই আমাদের নিরাপত্তা দেওয়া হোক।
এ ব্যাপারে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, সাক্ষীদের নিরাপত্তা দেওয়া হচ্ছে। সোমবার সন্ধ্যা থেকে উপজেলার ডাকবাংলোতে আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৫ সাক্ষী নিরাপত্তা হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪