ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১১, ডিসেম্বর ৩০, ২০১৪
দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে এ মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, আজ দেশের রফতানি আয় ৩০ বিলিয়নের বেশি। শ্রীলংকায় ৫০ হাজার মেট্রিকটন চাল রফতানি করছে বাংলাদেশ। বিএনপি আমলের চারশ’ ডলারের জায়গায় দেশের মাথাপিছু  অয় এখন ১২শ ডলার।

জেলা আ.লীগের ভারপ্রাপ্ত  সভাপতি সৈয়দ  এমদাদুল  বারীর  সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কেন্দ্রীয় আ.লীগের মুক্তিযুদ্ধ  বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু,  সদস্য র আ ম উবায়দুল মোকতাদির  চৌধুরী, সুজিত রায় নন্দী, সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ফজিলাতুন্নেসা বাপ্পী, জেলা আ.লীগের  সহসভাপতি হেলাল উদ্দিন ও ভারপ্রাপ্ত  সাধারণ  সম্পাদক  আল মামুন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।