যশোর: যশোরের কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামে রুপা রানী দাস (১৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে স্থানীয় এলাকাবাসীর অভিযোগ স্ত্রীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, দুপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই গৃহবধূকে দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে হত্যা করা হতে পারে ধারণা তাদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার ও স্বামী গৌতমকে আটক করে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে লাশ উদ্ধার ও স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধঅর করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪