ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৬, ডিসেম্বর ৩০, ২০১৪
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসাছাত্র নিহত

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া শালবাগান মোড়ে ট্রাকের ধাক্কায় রাকিব (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।



নিহত রাকিব ঈশ্বরদীর লীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের তুহিন আলীর ছেলে। সে পাবনা ইসলামীয়া আলীম মাদ্রাসার ছাত্র।

রাকিবের মামা কামরুজ্জামান বাংলানিউজকে জানান, রাকিব সন্ধ্যায় বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি থেকে আওতাপাড়ায় বেড়াতে যায়। আওতাপাড়ার শালবাগান মোড়ে পৌঁছুলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

এ বিষয়ে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।