শেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুর উপজেলায় দুই মাদকসেবীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম সরোয়ার জাহান এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-উপজেলার গাড়ীদহ ইউনিয়নের কাফুরা গ্রামের খলিলুর রহমানের ছেলে রনজু মিয়া (২২) ও পৌর শহরের নয়াপাড়ার খায়রুল ইসলামের ছেলে মনজুর এলাহী (২৬)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজু কামাল জানান, মাদক সেবনের দায়ে দুপুর আড়াইটার দিকে নিজ নিজ এলাকা থেকে পুলিশের হাতে আটক হন তারা। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা অপরাধ স্বীকার করলে আদালত এই আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪