মুন্সীগঞ্জ: সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে এ ঘটনা ঘটে।
বঙ্গবন্ধুর চিফ সিকিউরিটি অফিসার ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন জানান, ঢাকা থেকে মুন্সীগঞ্জে তার কর্মস্থল জেলা পরিষদে যাওয়ার পথে মুন্সীগঞ্জ-মুক্তারপুর সড়কে এ আর ক্লিনিকের সামনে হঠাৎ তাকে বহনকারী পাজারো জিপের যন্ত্রাংশ ভেঙে সামনের চাকা খুলে যায়।
তবে ঘটনার সময় গতি কম থাকায় গাড়িটি উল্টে যায়নি। ফলে অল্পের জন্যে প্রাণে রক্ষা পান বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪