ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

মারা গেলো সেই নবজাতক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৫, ডিসেম্বর ৩০, ২০১৪
মারা গেলো সেই নবজাতক

হিলি (দিনাজপুর): চিকিৎসক কর্তৃক মৃত ঘোষণার ৩ ঘণ্টা পর জীবিত হওয়া সেই নবজাতকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।



শিশুটির বাবা মমিনুর বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গত দুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনেকটাই সুস্থ ছিল তার ছেলে। মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই তার মৃত্যু হয়। পরে সন্ধ্যায় বাড়িতে এনে তাকে দাফন করা হয়।

গত শনিবার রাতে হাকিমপুর উপজেলার জালালপুর গ্রামের মমিনুরের স্ত্রীর নূরজাহানের (২৫) প্রসব ব্যথা উঠলে তাকে জয়পুরহাট সদরের পদ্মা ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে রোববার ভোরে এক পুত্রসন্তানের জন্ম দেন নুরজাহান। কিন্তু শিশুটির কোনো সাড়া-শব্দ না পেয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এরপর শিশুটিকে দাফনের জন্য পরিবারের লোকজন বাড়িতে এনে গোসল করাতে নিলে হঠাৎ শিশুটি কেঁদে ওঠে। পরে তাকে আবারো ওই ক্লিনিকে ও সেখান থেকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়। এরপর ‌উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে স্থানান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।