ঢাকা: চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির দায়ের করা ধর্ষণ মামলার জব্দকরা আলামতে কোনো জৈব পদার্থ রয়েছে কিনা, থাকলে তার ডিএনএ পরীক্ষার অনুমতির জন্য আদালতের কাছে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ ঢাকার সিএমএম আদালতে এ আবেদন করেন।
এসআই মাসুদ পারভেজ বাংলানিউজকে আবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলা সুষ্ঠু তদন্তের স্বার্থে ভিকটিমের উপস্থাপন করা ও ঘটনাস্থল থেকে উদ্ধারকরা আলামতে ভিকটিম কিংবা আসামির ডিএনএ এর উপাদান বিদ্যমান রয়েছে কি না তা পরীক্ষা করা প্রয়োজন। আদালত অনুমতি দিলে আলামতগুলো ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে। আলামতে ডিএনএ পাওয়া গেলে পরবর্তীতে মামলার ভিকটিম হ্যাপির ও রুবেলের ডিএনএ’র সঙ্গে তা মিলে কিনা এ জন্য পরবর্তীতে ফের আদালতে আবেদন করা হবে।
হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার বাংলানিউজকে জানান, আদালত চলাকালীন আবেদনটি না পৌঁছানোর কারণে মঙ্গলবার শুনানি করা যায়নি। বুধবার (৩১ ডিসেম্বর) আদালতে আবেদনটি উপস্থাপন করা হতে পারে।
এর আগে ধর্ষণের অভিযোগে ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর থানায় মামলা করেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি।
বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪