ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাদকসেবীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৪, ডিসেম্বর ৩০, ২০১৪
সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাদকসেবীর লাশ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে আলম (৫০) নামে এক মাদকসেবীর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



সোহরাওয়ার্দী উদ্যানের পথশিশু লিটন ও ছোট বাবু ওই মাদকসেবীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে।

এ বিষয়ে তারা বাংলানিউজকে জানায়, গত দুই দিন ধরে ওই ব্যক্তি উদ্যানে বসে গাঁজা সেবন করে আসছিল। পরে এ দিন সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হয় চিকিৎসার জন্য, সেখানে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।