ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, ডিসেম্বর ৩১, ২০১৪
মেহেরপুরে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু ছবি:ফাইল ফটো

মেহেরপুর: মেহেরপুর সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির চার দফা দাবিতে মেহেরপুর জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

ব‍ুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ ধর্মঘট চলবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত।



সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দাবিগুলোর মধ্যে রয়েছে-সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় মামলা রুজু বন্ধ ও শাস্তির মেয়াদ তিন বছর থেকে না বাড়ানো, ড্রাইভিং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে জটিলতা নিরসন ও দুর্নীতি বন্ধ করা, যানবাহন পরীক্ষার নামে পুলিশি হয়রানি, ওয়েব্রিজ স্কেল ও ফেরিঘাটে অনিয়ম, চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধ করা এবং সড়ক-মহাসড়কের ওপর থেকে হাটবাজার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ, মহাসড়কে স্থানীয়ভাবে নির্মিত যন্ত্রযান বন্ধ করা।

ধর্মঘটের কারণে মেহেরপুর জেলা ও উপজেলা শহর থেকে আন্তঃজেলা বা দূরপাল্লার কোনো পরিবহন, বাস, মিনিবাস ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আহসান হাবীব সোনা বাংলানিউজকে জানান, শ্রমিক ফেডারেশনের নির্দেশ মতে এ ধর্মঘট পালন করছে জেলার সব শ্রমিক। দাবি আদায় না হলে ফেডারেশনের দেওয়া পরবর্তী সব কর্মসূচি এ জেলাতে বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ