ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ১২টি মাইন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, জানুয়ারি ৫, ২০১৫
নাইক্ষ্যংছড়িতে ১২টি মাইন উদ্ধার

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে ১২টি মাইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সকালে উপজেলার লেম্বুছড়ি সীমান্ত এলাকার ৪৯ নম্বর পিলারের কাছ থেকে মাইনগুলো উদ্ধার করা হয়।



নাইক্ষ্যংছড়ি ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান মুর্শেদ চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন লেম্বুছড়ি এলাকার একটি জঙ্গলে মাটির নিচে দুর্বৃত্তদের লুকিয়ে রাখা অবিস্ফোরিত মাইনগুলো দেখতে পেয়ে বিজিবিকে জানায়। এসময় বিজিবির একটি দল ওই এলাকায় গিয়ে ১২টি মাইন উদ্ধার করে। মাইনগুলো ধ্বংস করা হবে।


বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।