ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

দুপুর ২টার মধ্যে প্রেসক্লাবকে বহিরাগতমুক্ত করার আল্টিমেটাম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, জানুয়ারি ৬, ২০১৫
দুপুর ২টার মধ্যে প্রেসক্লাবকে বহিরাগতমুক্ত করার আল্টিমেটাম ছবি: সায়মন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রেসক্লাবকে বহিরাগতমুক্ত করতে ব্যবস্থাপনা কমিটিকে দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম দিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সংবাদমাধ্যমকে তিনি বলেন, বহিরাগতদের উপস্থিতিতে প্রেসক্লাবের গঠনতন্ত্র পবিত্রতা হারাচ্ছে।

আমরা প্রেসক্লাবকে কোনো রাজনৈতিক দলের আখড়া হিসেবে দেখতে চাই না।

তিনি আরও বলেন, ইতোমধ্যে প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটিকে বহিরাগতমুক্ত করার কয়েক দফা আহ্বান জানিয়েছি তারা সেটা করেন নি। আমরা আরও আধাঘণ্টা সময় দিলাম। এর পর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে কিছু করার থাকবে না।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৫

** ‘প্রেসক্লাবকে রাজনৈতিক দলের আস্তানা করা হয়েছে’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।