ঢাকা, মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

১৯ ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৬, জানুয়ারি ৮, ২০১৫
১৯ ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: ১৯ ঘণ্টা পর সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়েছে। এর ফলে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হলো।



বৃহস্পতিবার(৮ জানুয়ারি’২০১৫) রাত ১০টা ৫ মিনিটে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয় বলে জানিয়েছেন কুলাউড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ(ওসি)জাহাঙ্গীর হোসেন।

বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা রেলপথের ফিশপ্লেট খুলে ফেলায় সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ার টিলাগাঁও রেল স্টেশনের অদূরে চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হলে বন্ধ হয়ে যায়। এতে অন্তত ৫০ জন যাত্রী আহত হন। এ ঘটনার পরই সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

** সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
** কুলাউড়ায় লাইনচ্যুত ট্রেনের উদ্ধার কাজ শুরু
** কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ