ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাটাবনে ট্রাকের ধাক্কায় ইডেনছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৫, জানুয়ারি ৯, ২০১৫
কাটাবনে ট্রাকের ধাক্কায় ইডেনছাত্রী নিহত রীমা / ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা রীমা নামের ইডেন কলেজ পড়ুয়া ছাত্রীর(২০)মৃত্যু হয়েছে। রীমা ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে বলে জানিয়েছেন এ ঘটনায় আহত ইমন।

তিনি রীমার বন্ধু ও একই এলাকার বাসিন্দা।

ইমন বাংলানিউজকে বলেন, ‘রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় এক জন্মদিনের দাওয়াত খেয়ে রীমাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলাম। কাঁটাবন মোড় পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকটি আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ডিউটিরত ডাক্তার রীমাকে 'মৃত' বলে ঘোষণা করেন। ’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ