ঢাকা: রাজধানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা রীমা নামের ইডেন কলেজ পড়ুয়া ছাত্রীর(২০)মৃত্যু হয়েছে। রীমা ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে বলে জানিয়েছেন এ ঘটনায় আহত ইমন।


ইমন বাংলানিউজকে বলেন, ‘রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় এক জন্মদিনের দাওয়াত খেয়ে রীমাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলাম। কাঁটাবন মোড় পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা ট্রাকটি আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে প্রত্যক্ষদর্শীরা আমাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ডিউটিরত ডাক্তার রীমাকে 'মৃত' বলে ঘোষণা করেন। ’
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫