ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ফার্নিচার ব্যবসায়ী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪
রাজধানীতে ফার্নিচার ব্যবসায়ী খুন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীতে দুর্বৃত্ত্বের ছুরিকাঘাতে আহমেদ মাসুদ (৩০) নামে এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর কারওয়ান ব‍াজার সংলগ্ন পান্থপথ মোড়ে এ ঘটনা ঘটে।

   

নিহত আহমেদ মাসুদ ঝিনাইদহ জেলার কামাল উদ্দিনের ছেলে। তিনি রাজধানীর হাতিরপুলে ফ্রি স্কুল স্টিট-এর সামনে একটি বাসায় থাকতেন। বসুন্ধরা সিটির সামনে পান্থপথে কামাল ফার্নিচার নামে তার একটি দোকান আছে।

একই এলাকার অপর দোকানি সাব্বির রহমান বাংলানিউজকে জানান, নিহত মাসুদ রাত ৮টার দিকে রিকশাযোগে কারওয়ান বাজার যাচ্ছিলেন। এসময় দুর্বৃত্ত্বরা তাকে ছুরিকাঘাত করলে তিনি আহত অবস্থায় পান্থপথে নিজ দোকানের সামনে ফিরে আসেন।

আহমেদ মাসুদকে উদ্ধার করে প্রথমে স্থানীয় পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢামেকের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।  

ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।