ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যান চলাচলে নিরাপত্তা দেবে র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৫
যান চলাচলে নিরাপত্তা দেবে র‌্যাব ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান অবরোধে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচলে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নব নিযুক্ত মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।



বেনজীর আহমেদ বলেন, সারা দেশে র‌্যাবের ব্যাটালিয়ন রয়েছে। চলমান অবরোধে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ সব ধরনের যানবাহন চলাচলে র‌্যাবের সহায়তা চাইলে তা দেওয়া হবে।

তিনি বলেন, বিশ্ব ইজতেমায় র‌্যাব কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। র‌্যাবের পোশাকের পাশাপাশি সাদা পোশাক ও ছদ্মবেশে দায়িত্ব পালন করবে র‌্যাব। এছাড়া আকাশ পথে টহল দেবে র‌্যাবের হেলিকপ্টার।

মুসল্লীদের চিকিৎসা সেবা ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে বলেও জানান তিনি।

** প্রস্তুত বিশ্ব ইজতেমা ময়দান

বাংলাদেশ সময় : ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।