রাজশাহী: ২০ দলীয় জোটের অবরোধে জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে মহানগরী জুড়ে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, সদর হাসপাতালের মোড়, সিটি বাইপাসসহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ভোর থেকেই বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।
অবরোধ ভেঙে রাস্তায় নামতে শুরু করেছে যানবাহন। ভোরে পুলিশ পাহারায় বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে ছেড়ে গেছে পাঁচটি বাস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহানগরীতেও বাড়ছে বিভিন্ন ধরনের যানবাহনের সংখ্যা।
বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) ২/১ টি করে রাজশাহী থেকে ছাড়তে শুরু করেছে আন্ত:জেলা রুটের বাস। এতে নগরীর রেলগেট ও সাহেব বাজার সড়কে হালকা যানজট দেখা গেছে।
এদিকে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার জানান, টানা অবরোধে রাজশাহীর প্রায় ১০ হাজার শ্রমিক ও তাদের পরিবারের জীবন-জীবিকা দুর্বিষহ হয়ে উঠেছে।
এছাড়া যাত্রীদেরও চরম হয়রানির শিকার হতে হচ্ছে। এ কারণে রাজশাহী থেকে বিভিন্ন আন্ত:জেলা রুটে বাস চলাচলের সিন্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মনজুর রহমান।
তিনি আরো জানান, বিভিন্ন রুটে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়ার পরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা হয়। আলোচনায় পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে বাস মালিকরা রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী বাস চলাচল শুরু করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, জীবিকার টানে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষও। শুধু দূরপাল্লার যান চলাচল ছাড়া অন্য সবই স্বাভাবিক রয়েছে। কাঁচা বাজারগুলোতে ভীড় বেড়েছে।
রাজশাহী মহানগরীর আরডিএ মার্কেটের ব্যবসায়ী সাইদুর রহমান ও সোহেল আহমেদ জানান, দুই একদিন হরতাল-অবরোধ মেনে নেওয়া যায়। তবে লাগাতার অবরোধের ডাক তারা আর মানবেন না।
তাদের জিম্মি করে আর হরতাল-অবরোধ না দেওয়ার অনুরোধও জানান, ব্যবসায়ীরা।
অবরোধ উপেক্ষা করে রাজশাহী মহানগরীর ফুটপাট ব্যবসায়ীরাও রীতিমত দোকান খুলে বসেছেন। ফুটপাত ব্যবসায়ী আফতাব হোসেন বলেন, তারা আর অবরোধ মানবেন না।
রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানিয়েছেন, অবরোধে মহানগরবাসীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। অবরোধের নামে কেউ সহিংসতার চেষ্টা করলে তাকে কঠোর হাতে দমন করা হবে।
এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে অবরোধের সমর্থনে কাদিরগঞ্জ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু।
মিছিল শেষে ভুবনমোহন পার্কে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৫