ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শুক্রবারে জমজমাট বাণিজ্য মেলা

জান্নাতুল ফেরদৌসী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
শুক্রবারে জমজমাট বাণিজ্য মেলা ছবি: কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দশনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

ব্যস্ত নাগরিক জীবনে একটু বিনোদন পেতে সাপ্তাহিক ছুটির দিনটিতে মেলায় ছুটে এসেছে রাজধানীবাসী।

প্রতি বছরের মতো এবারও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বেশ জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা।

শুক্রবার (০৯ জানুয়ারি) মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় এসব চিত্র।

টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। মেলায় আগত নারী দর্শনার্থীদের টিকিট সংগ্রহে ভোগান্তিতে পড়তে দেখা যায়।   টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা শান্তা ইসলাম জানান, প্রায় ২০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি। লাইন শেষ হয়ে কাউন্টারে পৌঁছুতে মনে হয় আরও ১০ মিনিট লাগবে। তবুও বাচ্চাদের মেলা দেখানোর জন্য নিয়ে এসেছি। এখন তো আর ফিরে যাওয়া যায় না।

মেলার ভেতরেও লক্ষ্য করা গেছে জনস্রোত। সদ্য বিবাহিত স্ত্রীকে সঙ্গে নিয়ে মিরপুর থেকে এসেছেন মো. শাওন আশরাফ। তিনি জানান, বিনোদনের জন্য স্ত্রীর ইচ্ছায় তাকে নিয়ে মেলায় ঘুরতে এসেছেন। মেলা থেকে বিশেষ মূল্য ছাড়ের অফার পেয়ে সংসারের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনেন এই নবদম্পত্তি।

ছুটির অবসরকে কাজে লাগিয়ে মো. আসিফ, হায়দার আলীসহ এমন আরও কয়েকজন চাকরিজীবী এসেছেন পরিবার সঙ্গে নিয়ে মেলা ঘুরে দেখতে।

বাড্ডা থেকে আসা মেলার আরেকজন দশর্নার্থী সনিয়া রহমান বলেন, ছেলেকে নিয়ে এসেছি মোটর সাইকেল কিনতে। একটা পছন্দও হয়েছে। তবে দামে মিলছে না। পরের সপ্তাহে কিনে দেওয়ার চিন্তা করেছি।

শান্তা, নিতু, লিপি তিন বান্ধবী এসেছেন ফামর্গেট এলাকা থেকে। জানান, মেলার বিভিন্ন স্টলে সুন্দর সুন্দর পাকিস্তানি পোশাক ওঠার কথা শুনেছি আরেক বান্ধবীর কাছ থেকে। তাই আজ আমরাও এসেছি কিনতে।
 
এদিকে দশর্নার্থীদের পদচারণায় মেলা যখন জমজমাট তখন বিক্রেতাদের মুখেও দেখা যাচ্ছে তৃপ্তির ছাপ। ক্রেতাদের কাছে নিজ স্টলের আকর্ষণ উপস্থাপন করতেই ব্যস্ত তারা। ভিড় বাড়ার সঙ্গে বিক্রিও বেড়েছে প্যাভিলিয়ন ও স্টলগুলোতে।

কে-জেড গ্রুপের জুয়েলারি দোকানে একজন বিক্রেতা জানান, শুরু থেকেই মেলায় দশর্নার্থীদের পদচারণা ছিলো। কিন্তু মাঝখানে অবরোধের কারণে কমতে শুরু করেছিলো ক্রেতার সংখ্যা। তবে আজ বেচাকেনা ভালো হবে বলেই আশা করা যাচ্ছে।
 
ক্রেতাদের ভিড় দেখা গেলো বঙ্গবন্ধু প্যাভিলিয়নেও। বিভিন্ন স্যান্ডেল, পোশাক, কারুশিল্পের স্টলসহ খাবারের স্টলগুলোতেও খালি চেয়ার নেই বললেই চলে।

কথা হলো মারটেক্স নামের এক পোশাক প্যাভিলিয়নের ইনচার্জ আশরাফের সঙ্গে। তিনি জানান, এ সপ্তাহের মধ্যে আজকেই একটু ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। তবে আগামী দিনে আরও ভালো হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
 
এছাড়াও গত বছরের তুলানায় এ বছর মেলায় দর্শনার্থীদের ভিড় বেড়েছে বলেও মন্তব্য করছেন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে দায়িত্বরত কর্মকর্তারা।

এ সম্পর্কে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব এ এফ এম মনজুর কাদির বলেন, এবারের মেলায় সব ধরনের আয়োজন যত্ন সহকারে করা হয়েছে। তাছাড়া মেলার পরিসরও ভালো। শুরু থেকে গত কদিনের মধ্যে আজকে মেলায় ভিড় বেশি।

তিনি বলেন,  বিক্রেতারাও অপেক্ষা করে থাকেন এ দিনটির জন্য। আশা করছি আগামী দিনগুলোতে দর্শনার্থী র সংখ্যা আরও বাড়বে।

বাংলোদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫

** মেলায় গাড়ি পার্কিংয়ে ভোগান্তি
** বাণিজ্য মেলায় ইফাদের পণ্যে ছাড়
** রূপসীর রূপের বাহার নজর কেড়েছে সবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।