সিলেট: অবরোধ-হরতালকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, যেটা সংবিধানে নেই, তা করা বেআইনি।
শুক্রবার (০৯ জানুযারি) বিকেলে সিলেট হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত শেষে নগরীর নাইওরপুলের এসএমপি সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন আইজিপি।
পুলিশ প্রধান হিসেবে দায়িত্ব পালনে সবার দোয়া ও সহযোগিতা কামনা করে একে এম শহীদুল হক বলেন, আমি জনস্বার্থে কাজ করতে চাই। এ জন্য সবার দোয়া কামনা করছি।
এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমাজে অনেক ভালো লোক আছে, যারা প্রশাসনের সঙ্গে কাজ করে আত্মতৃপ্তি পায়। যে কারণে কমিউনিটি পুলিশি গঠন করা হয়েছিল। কিন্তু মাঠ পর্যায়ে কিছু পুলিশ অফিসারের অনীহার কারণে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার হয়ে ওঠেনি।
কমিউনিটি পুলিশ গঠনে আবারও কাজ শুরু করবেন বলেও জানান তিনি।
এর আগে শুক্রবার হযরত শাহজালাল (রহ.) এর মাজার মসজিদে জুম্মার নামাজ আদায় ও মাজার জিয়ারত করেন আইজিপি। এরপর হযরত শাহপরাণ (রহ.)’র মাজার জিয়ারত করেন তিনি।
বিকেল ৪টায় নাইওরপুলস্থ সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার কথা থাকলেও তা বিলম্বে শুরু হয়।
এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান ও এসএমপি পুলিশ কমিশনার কামরুল আহসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫