লালমনিরহাট: লালমনিরহাট শহরের লালমনি ক্লিনিকে চিকিৎসকের অবহেলায় কৃষ্ণা রাণী (২০) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের সাপ্টানা রোডে লালমনি ক্লিনিকে অপারেশন করাতে গিয়ে কৃষ্ণা রাণীর মৃত্যু হয়।
নিহত প্রসূতি কৃষ্ণা রাণী আদিতমারী উপজেলার পলাশী গ্রামের বিশাদ চন্দ্রের স্ত্রী এবং একই উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালিরহাট গ্রামের চন্দ্রমোহন রায়ের মেয়ে।
মৃতের পরিবার জানায়, প্রসব বেদনায় কৃষ্ণাকে লালমনি ক্লিনিকে ভর্তি করা হলে দায়িত্বরত চিকিৎসক ডা. ভোলানাথ অপারেশনের প্রস্তাব দেন। সে অনুযায়ী বিকেলে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
অপারেশন শেষে একটি পরিবারকে এক কন্যাশিশু দেওয়া হয়। কিন্তু এ সময় কৃষ্ণাকে আনা হয়নি। আধাঘণ্টা পর চিকিৎসক প্রসূতির মৃত্যুর খবর জানায়।
মৃতের বাবা চন্দ্রমোহন রায় অভিযোগ করেন, ক্লিনিক মালিক ডা. ভোলানাথ নিজে অপারেশন না করে তার অনভিজ্ঞ কর্মচারী দিয়ে অপারেশন করায় তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি চিকিৎসকের এ অবহেলার বিচার দাবি করেন।
কৃষ্ণার স্বামী বিশাদ চন্দ্র অভিযোগ করে বলেন, এটা মৃত্যু নয়, চিকিৎসকরা অবহেলা করে আমার স্ত্রী কৃষ্ণাকে হত্যা করেছে। এজন্য তিনি আইনের আশ্রয় নেবেন।
তবে লালমনি ক্লিনিকের মালিক ও লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে চিকিৎসক ডা. ভোলানাথ ভট্টাচার্য্য অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, তিনি নিজেই অপারেশন করেছেন। এর আগে গর্ভেই কৃষ্ণার একটি সন্তান মারা যায়। প্রসূতির অবস্থার তেমন ভালো ছিল না বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৫